১৫ আগস্টের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি যুবলীগের

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৩, ০১:৫০ এএম

১৫ আগস্টের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি যুবলীগের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী, খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খুনি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর যুবলীগ উত্তর যুবলীগ ফার্মগেটে ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজনে করেন।

আরও পড়ুন: বিএনপি একই চক্রান্ত শুরু করছে নতুন আদলে: আমু

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সঞ্চালনায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এই সমাবেশ করেন নেতাকর্মীরা। 

সমাবেশ থেকে বক্তারা হত্যা সন্ত্রাস খুন ও গুমের জনক খুনি জিয়ার রক্তে জন্ম নেওয়া তার কুপুত্র ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড, পলাতক আসামি, ১০ ট্রাক অস্ত্র আমদানির মূল হোতা, দেশে জঙ্গি সৃষ্টির নায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং ৭৫ এর মাস্টার মাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণে ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা সঞ্চালনায় যুবলীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন দক্ষিণের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের অর্থ বিদেশে পাচারকারী তারেক জিয়া বিদেশে বসে বিলাসী জীবন-যাপন করছে। তার কোনো ব্যবসা নেই তাহলে তার এই আয়ের উৎস কোথায়। তারেক জিয়া বিদেশে বসে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ ধ্বংসের পায়তারা করছে। তারেক আর ফখরুলের হুংকারের জবাব দেওয়ার জন্য অন্য কোনো সংগঠন লাগবে না। যুবলীগ একাই যথেষ্ট।

বক্তব্য রাখেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশিদ, মো. হাবিবুর রহমান পবন, তাজ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্যপ্রযুক্তি ও আইটি বিষয়ক সম্পাদক সামছুল আলম অনিক।

Link copied!