৪ দিন পর সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২২, ০৫:৩৮ এএম

৪ দিন পর সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ

ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছিল। ৪ দিন পর আজ বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে জনমনে।

সোমবার বিকেলে পানি কিছুটা নেমে যাওয়ায় সুনামগঞ্জ শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ চালু হয়।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায় সুনামগঞ্জ পৌর শহরের ডিসি অফিস, সার্কিট হাউস, কোর্ট পয়েন্ট, আমপাড়া, তেঘরিয়া, লম্বাআটি, পুরাতন বাসস্ট্যান্ড, ট্রাফিক পয়েন্ট, থানা, পৌরসভা, লঞ্চঘাট, রিভারভিউ, বালুর মাঠ, উকিলপাড়া, হাসপাতাল, জেলখানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, শহরের ৫০ শতাংশ এলাকা ও গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদুৎ দেওয়া হয়েছে। তবে যে এলাকার পানি এখনো নামেনি সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরে স্বাভাবিক করা হবে ।

Link copied!