৬৭ বারের মতো পেছালো রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০৬:২৫ পিএম

৬৭ বারের মতো পেছালো রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ

আবারও পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। আজ রোববার (২ অক্টোবর) তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন জমা দিতে পারেনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা রায়হান উদ্দিন খান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে প্রতিবেদন দাখিলের দিন ১৬ নভেম্বর ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে সুইফট কোডের মাধ্যমে ১০১ মিলিয়ন ডলার পাচার করা হয়। এ অভিযোগে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ তারিখে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষ করার জন্য আজ পর্যন্ত ৬৭টি তারিখ নিয়েছে  সিআইডি।

ম্যানিলাভিত্তিক আরসিবিসির অ্যাকাউন্টগুলোতে কমপক্ষে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করা হয়েছিল। পরে তা ফিলিপাইনের ক্যাসিনোতে ব্যবহৃত হয়। এ পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করেছে এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার হয়েছে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক রিজাল ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে ৬৬ মিলিয়ন ডলার চুরি হওয়া তহবিল উদ্ধারের জন্য মামলা করে।

Link copied!