হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে ফুটল বাচ্চা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২৩, ০৯:১০ পিএম

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে ফুটল বাচ্চা

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারে ইনকিউবেটরে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছে। দেড় মাস আগে ইনকিউবেটরে ১৯টি ডিম বসানো হয়েছিল। সেখান থেকে গত মঙ্গলবার একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাচ্চাটির ওজন ৯৪৮ গ্রাম।

বিভাগের গবেষণাগারে গিয়ে দেখা যায়, ইনকিউবেটরে নির্দিষ্ট তাপমাত্রায় একটি তাকে ট্রেতে সাজানো সারি সারি উটপাখির ডিম। নিচের ট্রেতে চুপটি মেরে বসে আছে একটি উটপাখির ছানা। গায়ে ধূসর রঙের মসৃণ হালকা লোম। শব্দ পেয়ে এদিক-সেদিক উঁকি দিয়ে যাচ্ছে ছানাটি। পিএইচডি গবেষক খন্দকার তৌহিদুল ইসলাম ইনকিউবেটর থেকে ছানাটি বের করে টেবিলে রেখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন।

পোলট্রিবিজ্ঞান বিষয়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন খন্দকার তৌহিদুল ইসলাম। ২০২১ সালে ‘প্রোডাক্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ পাওয়ার সেন্স অব অস্ট্রিস ইন বাংলাদেশ’ বিষয়ে গবেষণায় আগ্রহী হন তিনি। তবে তাঁর গবেষণার দ্বার উন্মোচন করেন বিভাগের সাবেক চেয়ারম্যান এম এ গাফফার (বর্তমানে তিনি রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য)। এম এ গাফফার ২০১৫ সালে সাউথ আফ্রিকা থেকে ২১টি উটপাখির বাচ্চা এনে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবন–সংলগ্ন এক বিঘা জমিতে খামার স্থাপন করে গবেষণা শুরু করেন। ১৮ দিন বয়সী ২১টি বাচ্চা বড় হয়ে ডিম দিয়েছে। সেই ডিম থেকে বাচ্চা ফোটানো সফল হয়েছে।

Link copied!