Sorry শব্দের প্রকৃত অর্থ কি?

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৪, ১১:০৯ এএম

Sorry শব্দের প্রকৃত অর্থ কি?

প্রতীকী ছবি

Sorry শব্দটি আমাদের দৈনন্দিন জীবনের  অংশতে পরিণত হয়েছে । কখনো ইচ্ছাকৃতভাবে বা কখনো অনিচ্ছাকৃতভাবে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ক্ষমা বা মাফ চাওয়ার উদ্দেশ্যে Sorry শব্দটি ব্যবহার করা হয়। আসলেই কি Sorry শব্দের অর্থ ক্ষমা?

আমরা কেন Sorryবলি? এর একটি কারণ হতে পারে আমরা চাই অন্যরা আমাদের ক্ষমা করুক। এভাবেই সাধারণত দিনের পর দিন ‘ক্ষমা চাওয়ার’ বিকল্প হিসেবে Sorry শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। অনেকে আবার স্যরি শব্দটিকে Forgiveness শব্দের বিকল্প হিসেবে বিবেচনা করেন। কিন্তু আসলে এর সঠিক অর্থ কী?

বেশিরভাগ মানুষই জানেন না যে আসলে Sorry-র প্রকৃত অর্থ হলো ‘অনুশোচনা করা’। অর্থাৎ স্যরি মানে অনুশোচনা করা বা ভুলের জন্য অনুতপ্ত হওয়াকে বোঝায়। স্যরি বলতে যে আমরা দুঃখিত মনে করি তা পুরোপুরি ঠিক নয়।

‍‍`Sorry‍‍` শব্দটি ইংরেজি শব্দ ‍‍`sarig‍‍` বা ‍‍`sorrow‍‍` থেকে এসেছে। যার অর্থ ‍‍`রাগ বা অসন্তুষ্টি‍‍`।

তাই, প্রকৃত অর্থে কিছু ভুল করার পরে অনুশোচনা এবং দুঃখের অনুভূতি প্রকাশ করতে স্যরি শব্দটি ব্যবহৃত হয়। বেশিরভাগ মানুষ আজকাল এই অনুভূতি বোঝাতে মোটেও Sorry শব্দটি ব্যবহার করে না। ক্ষমা চাওয়ার জন্যই মূলত শব্দটি ব্যবহার করার রীতি বা প্রচলন হয়ে গিয়েছে।

স্যরির অনুরূপ শব্দ অন্যান্য অনেক ভাষায় পাওয়া যায়। যেমন- পুরাতন জার্মানির ‘শিরাক’ এবং আধুনিক জার্মানির ‘সিরাকিউস’, ইন্দো-ইউরোপীয় ‘a’ শব্দগুলোও একইভাবে একই অর্থে ব্যবহৃত হয়ে আসছে।

Link copied!