জাপানকে সূর্যদয়ের দেশ বলা হয়ে থাকে। পাশাপাশি দেশটিকে বিড়ালদের ‘স্বর্গরাজ্য’ নামেও অভিহিত করা হয়। এই জাপানে রয়েছে বিড়ালদের জন্য সবচেয়ে বিখ্যাত দ্বীপ-তাশিরো জিমা।
জাপানে এখন পর্যন্ত মোট ১১টি বিড়ালের দ্বীপ রয়েছে যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হলো এই দ্বীপটি।বিড়ালের দ্বীপগুলো ধীরে ধীরে পর্যটকদের কাছে অতিমাত্রায় আকর্ষণীয় হয়ে উঠছে। তাশিরো জিমা ছাড়া বিড়ালের অন্য দ্বীপগুলো হলো- সানাগিশিমা,ওকিশিমা,আওশিমা, আইজিমা, মানাবেশিমা,আইওয়াইশিমা,কাদারাশিমা, মুজুকিজিমা, আইশিমা ও জেনকাইশিমা।
জাপানের অনলাইন নিউজ পোর্টাল অলঅ্যাবাউটজাপান এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আওশিমা দ্বীপে একজন মানুষের বিপরীতে ১০টির বেশি বিড়াল দেখা যায়। এই দ্বীপটিতে মাত্র ১৩ জন মানুষ থাকলেও সেখানে দেড় শতািধিক বিড়াল রয়েছে।
অন্যদিকে, তাশিরো-জিমা দ্বীপে ১০০ জন মানুষের বিপরীতে সমান সংখ্যক বিড়াল বসবাস করে। মানাবেশিমা দ্বীপেও ৩০০ মানুষের বিপরীতে বাস করে সমান সংখ্যক বিড়াল।
সংবাদ মাধ্যম দ্য পাইওনিয়ায়ের এক প্রতিবেদনে বলা হয়, মাছ ধরার জন্য আওশিমা দ্বীপটি বিংশ শতাব্দীর শুরুতে বিখ্যাত ছিল। ওইসময় জেলেদের নৌকায় ইঁদুরের উৎপাতে তারা অতিষ্ঠ হয়ে যেতেন। ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে জেলেরা তাদের নৌকায় বিড়াল পুষতে থাকেন। যতই দিন যেতে থাকে বিড়ালের সংখ্যা ততই বাড়তে থাকে। এভাবেই দ্বীপগুলো বর্তমানে বিড়ালের দ্বীপে পরিণত হয়েছে।
সূত্র: দ্য পাইওনিয়র, অল অ্যাবাউট জাপান।