রাষ্ট্রপতির অপসারণের দাবিতে লাঠি মিছিল করবে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২২, ২০২৪, ০৩:৪৩ পিএম

রাষ্ট্রপতির অপসারণের দাবিতে লাঠি মিছিল করবে গণঅধিকার পরিষদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে লাঠি মিছিল করার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। 

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কালভার্ট রোডের জামান টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের হবে বলে সংগঠনের সদস্য সচিব ফারুক হাসান জানিয়েছেন। 

এদিকে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবন ফেরাও কর্মসূচি পালন করেছে স্বাধীনতা সার্বভৌম নামের একটি সংগঠন। 

এদিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে বঙ্গভবনের দিকে যায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি।

হাইকোর্ট মাজার মোড় এলাকায় পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবন পর্যন্ত এগিয়ে যায় তারা। সেখানে তারা ভিতরে অবস্থান করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।

আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সোচ্চার হতে থাকে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এর দালিলিক কোনো প্রমাণ নেই

সম্প্রতি মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। 

এই সাক্ষাৎকারের পর রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে সরানোর দাবি আরও জোরালো হয়েছে। দাবি আদায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য, বিবৃতি দেয়া ছাড়াও বিক্ষোভ করা হচ্ছে।

Link copied!