‘রাষ্ট্রবিরোধী-সন্ত্রাসী কর্মকাণ্ড না থাকলে দলকে নিষিদ্ধ করার পক্ষে নই’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২৪, ০৫:২৭ পিএম

‘রাষ্ট্রবিরোধী-সন্ত্রাসী কর্মকাণ্ড না থাকলে দলকে নিষিদ্ধ করার পক্ষে নই’

ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড না থাকলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারেও আমাদের একই মতামত ছিল বলে জানিয়েছেন  জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘শেখ হাসিনার গণহত্যার দায় তার দলের সকল নেতাকর্মীদের ওপর বর্তায় না। অপরাধ করে থাকলে বিচার করেন, অবিচার যেনো না হয়।’

আরও পড়ুন:যে কারণে প্রধান উপদেষ্টার সংলাপে ডাক পেলো না জাতীয় পার্টি

তিনি বলেন, ‘আর কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা কখনই ছিলাম না। শেখ হাসিনার মতো একই কাজ যেন এই সরকার না করে, সমতা রেখে রাষ্ট্র পরিচালনায় সরকারের প্রতি আহ্বান জানান তিনি।’

বর্তমানে হয়রানিমূলক মামলা বা গ্রেফতারের সঙ্গে অন্তর্বর্তী সরকার জড়িত নয়। সরকারের দায়িত্বপ্রাপ্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গ্রেফতার করছে, বলেন জিএম কাদের।

Link copied!