বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছিল এই দিনে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৮:২৪ পিএম

বাংলাদেশে ইন্টারনেট চালু হয়েছিল এই দিনে

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারনেট সংযোগ দেওয়া শুরু হয়। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে দেশে অনলাইন ইন্টারনেট চালু করার অনুমতি দেওয়া হয়।

ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক (আইএসএন) প্রথম ইন্টারনেট সংযোগ দেয় ৬ জুন। আইএসএনের ডোমেইন নাম বাংলা ডটনেট (bangla.net)।

দেশের প্রথম ইন্টারনেট ছিল ডায়াল-আপ প্রযুক্তির। অর্থাৎ টেলিফোন সংযোগ ব্যবহার করে ইন্টারনেটে যুক্ত হতে হতো। কম্পিউটারে থাকা মডেম (মডিউলেশন-ডিমডিউলেশন) তারের মাধ্যমে টেলিফোন সংযোগের সঙ্গে যুক্ত করতে হতো। এরপর আইএসপির নির্দিষ্ট নম্বরে ডায়াল করে ইন্টারনেটে যুক্ত হওয়া যেত।

বাংলাদেশ থেকে তখন ইন্টারনেটে যুক্ত হতে কৃত্রিম উপগ্রহনির্ভর ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) প্রযুক্তি ব্যবহার হতো। দেশে ভি-স্যাট পরিচালনা ও নিয়ন্ত্রণ ছিল সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বিটিটিবির (বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি বা বিটিসিএল) হাতে।

বিশ্বব্যাপী ১৯৯০ সালেই ইন্টারনেটের বহুমুখী ব্যবহার শুরু হয়। ই-মেইল, ভিডিও কল, ইনস্ট্যান্ট ম্যাসেজিং, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ফোন কল, সামাজিক যোগাযোগ, অনলাইনে কেনা বেচা, ব্যবসা বাণিজ্যের ওয়েব সাইট চালু হয়। ৯২ সাল থেকে সারা ইউরোপে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়। ১৯৯৩ সালের এপ্রিলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রথম বারের মতো ‘মোজাইক’ নামক ওয়েব ব্রাউজার চালু করে।

১৯৯৪ সালে জেফ বেজোস প্রতিষ্ঠা করেন আমাজন, যার মাধ্যমে ই- কমার্সের নতুন দুনিয়ার শুরু হয়। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে। ১৯৯৮ সালে প্রথম গুগলের অফিস চালু হয়। ২০০১ সালে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাংগার তৈরি করেন উইকিপিডিয়া। যা বিশ্বের সবচেয়ে বড় এনসাইক্লোপিডিয়া।

Link copied!