কোকাকোলা ইস্যু: জীবন-শিমুলকে আইনি নোটিশ

শোবিজ ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১২:০০ পিএম

কোকাকোলা ইস্যু: জীবন-শিমুলকে আইনি নোটিশ

সফট ড্রিঙ্কস ব্র্যান্ড কোকাকোলার বিজ্ঞাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

এরই মধ্যে ময়মনসিংহের আইনজীবী এম. আহসান উদ্দিন আইনি নোটিশ দিয়েছেন বিজ্ঞাপনচিত্রটিতে অভিনয়ে থাকা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে।

গতকাল শুক্রবার (১৪ জুন) রাতে গণমাধ্যমে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেন। এ সময় আগামী সাতদিনের মধ্যে এই দুই অভিনেতাকে সংবাদ সম্মেলন করে গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়ার আহ্বান করেছেন এই আইনজীবী। বলেছেন, “অন্যথায় তাদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না- সেটাও জানাতে হবে।”

আরও পড়ুন: বিতর্কের মুখে ইউটিউব থেকে বিজ্ঞাপনচিত্র সরাল কোকাকোলা

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের বলাশপুর এলাকার বাসিন্দা সাকিব আহমেদ তুহিনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে আইনজীবীর ভাষ্য, “কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতা বিরোধীদের পক্ষাবলম্বন করেছেন।”

আরও পড়ুন: কোকাকোলার বিজ্ঞাপন: যা বললেন জীবন ও শিমুল

নোটিশ দাতা সাকিব আহমেদ তুহিন বলেন, “শান্তিকামী ফিলিস্তিনের নিরীহ বেসামরিক লোকের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গত ৬ মে সারা দেশে একযোগে ফিলিস্তিনের পক্ষে পতাকা উত্তোলন করে সমর্থন ব্যক্ত করা হয়েছে। এ কারণে বাংলাদেশের সাধারণ জনগণ ফিলিস্তিনের পক্ষে সহমর্মী হয়ে ইসরায়েলের সমর্থনপুষ্ট ও স্বার্থ সংশ্লিষ্ট সফট ড্রিঙ্কস কোকাকোলা পণ্য বয়কট করেছে। এতে তলানিতে নেমে আসে কোকাকোলা বিক্রি। এই অবস্থায় কোকাকোলার ৬০ সেকেন্ডের প্রমোশনাল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়।”

সম্প্রতি কোকাকোলার বিজ্ঞাপনটি প্রচারের পরই তীব্র সমালোচনার মুখে পড়েন এতে অভিনয় করা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। বিজ্ঞাপনটিতে দেখানো হয়, কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, প্রকৃত অর্থে কোকাকোলা সেই দেশের পণ্য নয়। মানুষ সঠিক তথ্য না জেনেই এটি বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়। এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।

Link copied!