বিতর্কের মুখে ইউটিউব থেকে বিজ্ঞাপনচিত্র সরাল কোকাকোলা

শোবিজ ডেস্ক

জুন ১১, ২০২৪, ০২:০০ পিএম

বিতর্কের মুখে ইউটিউব থেকে বিজ্ঞাপনচিত্র সরাল কোকাকোলা

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশসহ সারা বিশ্বে যখন ধ্বনিত হচ্ছে প্রতিবাদ, ঠিক তখনই বাংলাদেশে কোকোকোলার একটি বিতর্কিত বিজ্ঞাপন জনসাধারণ বিশেষ করে সামাজিক মাধ্যম ব্যবহারকারী তথা নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমালোচনার মুখে সম্প্রতি প্রকাশ করা বিজ্ঞাপনচিত্রটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে কোকাকোলা।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কোকাকোলার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় যে কোমল পানীয়টির বিজ্ঞাপনচিত্র সেখানে নেই।

ছবি: সংগৃহীত

এর আগে বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের প্রতিবাদে ব্যাপক সমালোচনা করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। এমনকি এতে অংশ নেওয়া অভিনয়শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন সংক্ষুব্ধ দর্শকরা।

যা বললেন বিজ্ঞাপনচিত্রটির দুজন অভিনেতা
ইউটিউব থেকে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষ দাপ্তরিকভাবে এখনও কিছু না বলেনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। গতকাল সোমবার রাতে এই অভিনেতা ফেসবুকে এক পোস্টে লেখেন, “আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই।”

পোস্টে তিনি আরও বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।

আরও পড়ুন: কোকাকোলার গল্প

বিষয়টি নিয়ে অভিনেতা শিমুল শর্মা জানান, বাংলাদেশে কোক নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয়, তবে কিছুই করার নেই। সবার নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। সেই জায়গা থেকে বিজ্ঞাপনটি বানিয়েছে কোকাকোলা।

এই বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টুসহ অন্যরা।

Link copied!