নায়িকা হলে ভালো লেভেলের নায়িকা হবো : সিমরিন লুবাবা

সজল খান

মে ১১, ২০২৩, ০৩:১০ এএম

নায়িকা হলে ভালো লেভেলের নায়িকা হবো : সিমরিন লুবাবা

দেশের শোবিজ অঙ্গনে শিশুশিল্পী হিসেবে সবার প্রিয় সিমরিন লুবাবা। সংস্কৃতিমনা পরিবারে জন্ম মিষ্টি চেহারার সিমরিন লুবাবা কেজিতে পড়াকালীন সময়ে প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয়। এরপর একটি শর্টফিল্মে কাজ করে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করে। 

sm2

এরপর থেকে নিয়মিত বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে। এর পাশাপাশি নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করে চলছে সিমরিন লুবাবা। 

প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা দাদার প্রতি ভালোবাসার জন্যও রয়েছে আলাদা পরিচিতি। মূলত দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ায় ছোট্ট লুবাবা। সে থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

শুধুমাত্র অভিনয়েই নয়, গানেও বেশ পারদর্শী লুবাবা। লুবাবার প্রথম অডিও রেকর্ড 'মানিকে মাগে হিতে' বেশ সাড়া ফেলে নেট দুনিয়ায়। সেই গানটি সবার বেশ ভালো লাগে। এছাড়াও ' আছেন আমার মোক্তার' নামে আরেকটি গান রিলিজ করে লুবাবা। সেটিও শ্রোতাদর্শকদের ব্যাপক প্রশংসা পায়। 

sm1

সম্প্রতি দ্য রিপোর্ট ডট লাইভের সাথে কথা হয় শিশুশিল্পী সিমরিন লুবাবার -

কিলহিম সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে সিমরিন লুবাবা জানায়, কিলহিম সিনেমার মতো এমন ভালো সিনেমায় কাজ করার ইচ্ছে আছে।

লুবাবা জানায় ইতিমধ্যে সে বেশ কিছু কাজ শুরু করতে যাচ্ছে টার্কিতে ও হায়দারাবাদে। এই কাজ গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

sm3

তুমি কেমন নায়িকা হতে চাও? প্রশ্নের উত্তরে সিমরিন লুবাবা জানায় - নায়িকার লেভেল ভালো হতে হবে। একটি শিক্ষিত নায়িকা হতে হবে, তোমাকে একটি ভালো নায়িকা হতে হবে। আর শুধু নায়িকা কেন তার পাশাপাশি অনেক কিছু আছে যেমন আমি বড় হয়ে বিজনেস করতে চাই।

আর ভালো গল্প হলে কেন কাজ করবনা! অবশ্যই করবো। যেমন কোরবানির ঈদের জন্য একটি কাজ করলাম 'ছায়া' যেটা খুবই ভালো একটা গল্প। 

Link copied!