নিউজিল্যান্ড ক্রিকেট দল তবুও পাকিস্তান গিয়ে সফর বাতিল করেছিল। এবার ইংল্যান্ড তার আগেই সফর করবে না বলে জানিয়ে দিয়েছে। এখন পাকিস্তান শঙ্কায় অস্ট্রেলিয়াও না সিরিজ বাতিল করে।
জিও নিউজের মতে, ইসিবি সিরিজ বাতিল করে জানিয়েছে, আমরা বুঝতে পারছি, পাকিস্তানের জন্য আমাদের এই সিদ্ধান্ত অনেক অসন্তোষজনক হবে। তারা আমাদের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে। নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করার পাশাপাশি বায়ো-বাবলে ইসিবি খেলোয়াড়দের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়টিই বিবেচনা করছেন।
আগামী ১৩ ও ১৪ অক্টোবর পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ড পুরুষ দলের। নারী দলেরও পাকিস্তানে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু তার আগে সফরই বাতিল করে দিল ইসিবি। ইংল্যান্ড বিবৃতিতে আরও জানায়, আমরা জানি তাদের দেশে সফরে যাওয়া এই মুহূর্তে নিরাপদ নয়। বিষয়টি নিয়ে উৎকণ্ঠা রয়েছে। আমাদের খেলোয়াড়রাও করোনার এই সময়ে অনেক নাজুক অবস্থায় আছে। সে কারণে সিরিজটি আমরা খেলতে পারছি না।
অস্ট্রেলিয়ার সফরটি আগামী বছর রয়েছে। নিউজিল্যান্ড আর ইংল্যান্ড আসতে চায়নি। ফলে অস্ট্রেলিয়া এই ইস্যুটি নিয়ে আলোচনায় বসবে দ্রুতই।