দক্ষিণ আফ্রিকা ৭। ভারত ০। ম্যান্ডেলার দেশে দুই দলের অতীত সিরিজের স্কোরলাইন বলে দিচ্ছে ঘরের মাঠে প্রোটিয়া বাহিনীর অপ্রতিরোধ্য দাপট। তবে এবার ছবিটা বদলাতে পারে বলে আশা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। তিনি জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা টেস্ট সিরিজ জিততে পারিনি। তবে পরিসংখ্যান বদলানোর সেরা সুযোগ এবার রয়েছে। বিরাট কোহলি দুর্দান্ত অধিনায়ক। ভারতীয় দলে প্রতিভার কোনও অভাব নেই। সেরাটা মেলে ধরতে পারলে ভারতই সিরিজ জিতবে।’ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমন আশাই ব্যক্ত করেছেন শাস্ত্রী।
সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিরাটের থেকে ওয়ান ডে’র নেতৃত্ব কাড়ার বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারত বিসিসিআই। কার্যত বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দিকেই আঙুল তুলেছেন তিনি। শাস্ত্রীর কথায়, ‘এই বিতর্কের কোনও কিছুই আর গোপন নেই। কোনও ঘটনা ঘটলেই, সেটা নিয়ে মন্তব্য করে দেওয়া হচ্ছে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বোঝাপড়া ও সম্পর্ক আরও ভালো হওয়া উচিত।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘বিরাটকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নির্বাচন করা নিয়ে কারও কোনও দ্বিমত থাকতে পারে না। ওর পরিসংখ্যানের দিকে একবার তাকিয়ে দেখুন। খেলাটার প্রতি এমন প্যাশন বিশ্বের আর কোনও অধিনায়কের রয়েছে কিনা জানা নেই!’