টেস্টে অবসরের কথা ভাবছেন মইন আলি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২১, ০২:২৯ পিএম

টেস্টে অবসরের কথা ভাবছেন মইন আলি

টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন মইন আলি। চাপ কমাতেই এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট বেড়েছে। আবার ফ্রাঞ্চাইজি ক্রিকেটও খেলেন তিনি। এতো সূচি মেইনটেইন করা কঠিন হয়ে পরেছে মইনের। এজন্য টেস্ট ক্রিকেট ছেড়ে দিয়ে সাদা বলে মনোযোগী হবেন। 

মঈন আলি ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের টেস্ট দলে রয়েছেন। কিন্তু আসন্ন অ্যাশেজ সিরিজে তার খেলার আগ্রহ কম। ক্রিকইনফো বলছে, টেস্ট খেলার প্রতি এখন খুব একটা আগ্রহ নেই মঈন আলির। মূলত অন্য দেশে সফরে গিয়ে লম্বা সময় অতিবাহিত করতে না চাওয়ার কারণেই তার এই সিদ্ধান্ত।

মঈন আলি এখন সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ব্যস্ত। আইপিএল শেষ হলে তিনি যোগ দেবেন ইংল্যান্ড দলের সঙ্গে। আর এই লম্বা জার্নির পর অ্যাশেজে খেলতে চান না তিনি। ইংলিশ অলরাউন্ডার এই তথ্য দলের হেড কোচ ক্রিস সিলভারউড ও টেস্ট অধিনায়ক জো রুটকে এরইমধ্যে জানিয়েছেন।

Link copied!