মেহেদী হাসান মিরাজের বদলে নেওয়া হয়েছিল নাইম হাসানকে। চট্টগ্রাম টেস্টে দারুণ বোলিংও করেন। আঙুলের চোটে তিনি ছিটকে গেছেন। কোনো ব্যাকআপ খেলোয়াড় ডাকা হয়নি।
২৩ মে ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ ও শ্রীলংকা জয় পেতে চাইবে এ টেস্টে। পিচ বিবেচনায় এই টেস্টে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনার হিসেবে সুখ্যাতি আছে তার।
মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটা আলোচনা চলছে। তবে তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বিবেচনা করা হতে পারে। উইন্ডিজের বিপক্ষে টেস্টেও ফিরতে পারেন তিনি।