পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৪:৪৭ পিএম

পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরের অনুমতি পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে মার্চে এ সফর অনুষ্ঠিত হবে। মার্চের ৪-৮ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট, ১২-১৬ মার্চ করাচীতে দ্বিতীয় টেস্ট এবং লাহোরে ২১-২৫মার্চ তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ওয়ানডের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ২৯ মার্চ প্রথম, ৩১ মার্চ দ্বিতীয় এবং ২এপ্রিল তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু-দল। রাওয়ালপিন্ডির মাঠেই ৫ এপ্রিল একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে এ সফরসূচি শেষ হবে।

পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যু নিয়ে বারবার সময়ক্ষেপন করলেও এবার পাকিস্তান সফরে টিমকে চূড়ান্ত অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক পেট কামিংস শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ সিদ্ধান্তে টিমের অধিকাংশ খেলোয়াড়ই খুশি। এর আগে ১৯৯৮ সালে পাকিস্তানে সফরে গিয়েছিলো অস্ট্রেলিয়া। আসন্ন সিরিজ নিয়ে দুই দেশের বোর্ডই কাজ করছে। নিরাপত্তা ইস্যু নিয়ে সন্তুষ্ট হওয়ার পরই টিমকে পাকিস্তান সফরের এ অনুমতি দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলে বলেছেন, নিঃসন্দেহে এটি একটি ঔতিহাসিক সিরিজ হবে যা ক্রিকেটের উন্নয়নে আরও ভূমিকা রাখবে। আগামী সপ্তাহে নিজের স্কয়াড ঘোষণা করবে অস্ট্রেলিয়া। ২০১৯ এর অ্যাসেজ সিরিজের পর এটাই হবে বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। তবে মার্চের ২৭ তারিখ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-আইপিএল শুরু হতে যাওয়ায় বেশ কিছু খেলোয়ার ব্যস্ত থাকতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া।

Link copied!