পলিনা গুরিয়েভায় তুর্কমেনিস্তানের প্রথম পদক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২১, ১২:১৩ এএম

পলিনা গুরিয়েভায় তুর্কমেনিস্তানের প্রথম পদক

 

১৯৯৬ সাল থেকে অলিম্পিক গেমসে নিয়মিত অংশ নিয়ে আসছে তুর্কমেনিস্তান। কিন্তু আগের ছয়টি আসরে তাদেরকে ফিরতে হয় হতাশা নিয়ে, খালি হাতে। এবার সেই শূন্যতা পূরণ হয়েছে। অনেক অপেক্ষার পর অবশেষে সাফল্য পেয়েছে তুর্কমেনিস্তান। তাদেরকে ইতিহাসের প্রথম অলিম্পিক পদকের স্বাদ দিয়েছেন ভারোত্তোলক পলিনা গুরিয়েভা।

ভারোত্তলনে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চাইনিজ তাইপের কিউ হুসিং চুন। ২৩৬ কেজি উঠিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

অন্যদিকে দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দেয়া গুরিয়েভা তুলেছেন ২১৭ কেজি। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে তুর্কমেনিস্তানের এই অ্যাথলেট পেয়েছেন রৌপ্য পদক। গুরিয়েভার চেয়ে তিন কেজি কম উঠিয়ে ব্রোঞ্জ জিতেছেন জাপানের ভারোত্তলক মিকিকো আনদোহ। ২১ বছর বয়সী এই অ্যাথলেট যেন বিশ্বাসই করতে পারছেন না নিজের অর্জন, ‘আমি কিছুটা হতভম্ব অবস্থায় আছি।’

Link copied!