আবুধাবীতে পাকিস্তান সুপার লিগে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। ফাইনালে তারা ৪৭ রানে হারায় পেশোয়ার জালমিকে।
করোনার জন্য মাঝপথে এই আসর পাকিস্তানে বন্ধ হয়ে গিয়েছিল। পরে আবার আবুধাবীতে চালু করা হয়। অবশেষে ফাইনাল ম্যাচটিও শেষ হয়েছে।
ফাইনালে মুলতান প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। রাইলি রুশো ৫০ ও শোয়েব মাকসুদ ৬৫ রান করলে দলের স্কোর বড় হয়। জবাবে ৯ উইকেটে ১৫৯ রানে থেমে যায় পেশোয়ার। ইমরান তাহির ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করার কৃতিত্ব দেখান।