বাংলাদেশ সফরে আসছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২১, ০৪:২৪ এএম

বাংলাদেশ সফরে আসছে দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দল

 

বাংলাদেশ সফরে আসছেন না ব্লাক ক্যাপদের বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। সেই তালিকায় আছেন— কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে ও টড অ্যাস্টলের মতো খেলোয়াড়রা। 

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড দল। এই সফরকে সামনে রেখে সোমবার (৯ আগস্ট) রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

বাংলাদেশ সফরে কিউইদের দ্বিতীয় সারির এই দলটিকে নেতৃত্ব দিবেন টম লাথাম। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

১৬ সদস্যের নিউজিল্যান্ড দল:

টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।

 

Link copied!