জ্যামাইকায় আবারো রোমাঞ্চের অপেক্ষা। আজ দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। পাকিস্তানকে সিরিজ বাঁচাতে হলে ৯ উইকেট তুলে নিতে হবে। অন্যদিকে সিরিজ ২-০ করতে বা সিরিজ জিততে ড্র করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি এসে বাগড়া না দিলে অবিশ্বাস্য আরেকটি লড়াই দেখার অপেক্ষা। কিংসটনের এই সাবিনা পার্কেই প্রথম টেস্টেও এমন লড়াই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জিতেছিল (২ টেস্টের সিরিজ)।
পাকিস্তান এই টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ওয়েস্ট ইন্ডিজ টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে ১৫০ রানে সবকটি উইকেট হারায়। পাকিস্তানের ফাস্ট বোলার শাহেনশাহ আফ্রিদি ৫১ রানে ৬ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের বোনার ৩৭, ব্ল্যাকউড ৩৩ ও জেসন হোল্ডার ২৬ রান করেন।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন কোনো খেলা হয়নি। ৫ দিনের ১ দিন বৃষ্টির পেটে যায়। ফলে পাকিস্তান চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানে অলআউট করে নিজেরা ব্যাটিংয়ে নেমে মারকুটে ভূমিকায় অবতীর্ণ হয়। পাকিস্তান ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে। ফলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট নির্ধারিত হয় ৩২৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৯ রান তুলেছে। কিয়েরন পাওয়েল রান আউট হয়েছেন ২৩ রানে। আফ্রিদি তাকে রান আউট করেছে। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ১৭ ও আলজারি জোসেফ ৮ রানে খেলছেন।