অলিম্পিক ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতার

৭৯ জনের মধ্যে ৬৯তম সামিউল

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ০১:৫২ পিএম

৭৯ জনের মধ্যে ৬৯তম সামিউল

প্যারিস অলিম্পিকে সাঁতারু সামিউল ইসলাম ব্যক্তিগত সেরা টাইমিং করেছেন। তবে ১০ হিটে ৭৯ জনের মধ্যে তার অবস্থান ৬৯তম।

প্যারিসের লা ডিফেনসে ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের দ্বিতীয় হিটে সামিউলের টাইমিং ছিল ৫৩.১০ সেকেন্ড।

এখানে আট জনের মধ্যে তার অবস্থান পঞ্চম। 

Link copied!