আসন্ন ভারত বিশ্বকাপের গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
যে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি, তারা শুধু লিগপর্বের দায়িত্ব পালন করবেন। আইসিসি এলিট প্যানেল থেকে আছেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি, শ্রীলংকার কুমার ধর্মসেনা, দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস, ইংল্যান্ডের মাইকেল গুহ, ভারতের নিতিন মেনন, অস্ট্রেলিয়ার পল রাইফেল, ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো, অস্ট্রেলিয়ার রোড টাকার, ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, পাকিস্তানের আহসান রাজা ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।
ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালের চার আম্পায়ারের তিনজনই আছেন এবারও। নেই শুধু এলিট প্যানেল থেকে নাম সরিয়ে নেওয়া আলিম দার। বাকি তিনজন হলেন কুমার ধর্মসেনা, মারিও এরাসমাস ও রড টাকার। আপাতত লিগ পর্বের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আইসিসি থেকে জানানো হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিশিয়াল পরিস্থিতির ওপর বিবেচনা করে ঠিক করা হবে।
আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেছেন, ‘এ ধরনের বড় এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট পরিচালনার জন্য দুর্দান্ত পারফরম্যান্স করা ম্যাচ অফিশিয়ালদেরই প্রয়োজন। আইসিসির এলিট প্যানেল ও ইমার্জিং থেকে যাঁদের সুযোগ দেওয়া হয়েছে ,তাঁরা অসাধারণ স্কিল, অভিজ্ঞতা ও বিশ্বমান ধরে রেখেছেন। আমরা এই গ্রুপ নিয়ে দারুণভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য আশাবাদী।’