রবিবার চেন্নাইয়ের সামনে মুম্বাই

মোস্তাফিজের প্রশংসায় ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১৩, ২০২৪, ১১:০১ পিএম

মোস্তাফিজের প্রশংসায় ডোনাল্ড

মোস্তাফিজুর রহমানের প্রশংসা করলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান্ড ডোনাল্ড। আইপিএলে মোস্তাফিজ ভাল খেলছেন। ডোনাল্ড মনে করেন, তার পুরনো শিষ্য ফর্মে ফিরেছে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই বোলিং কোচ ওয়ানডে বিশ্বকাপ অবধি বাংলাদেশ দলের সাথে ছিলেন। তারপর চলে যান মেয়াদ শেষ হয়ে গেলে। তিনি বলেন,‘ বোলিং দেখে মনে হচ্ছে, স্টক ডেলিভারীতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোস্তাফিজ। শুধুমাত্র গতিই নয়, তার বোলিং বৈচিত্র্যও বেশ ভাল হচ্ছে। আমার মনে হয়, ছন্দের দিক থেকে সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত, বেশ সতেজ লাগছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।’
ডোনাল্ড আরও বলেন, ‘স্টক বোলিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল। পাশাপাশি ডান-হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জন্য সুইং ও ধার কমেছিলো। সুইং বল যখন ব্যাটারদের খেলতে বাধ্য করা হয়, তখনই আত্মবিশ্বাস পাওয়া যায়। তাকে সেটাই করানোর চেষ্টা করেছিলাম। তার স্লোয়ার ও অফ-পেস বল সব সময়ই কঠিন ছিল।’ 

রবিবার (১৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ এপ্রিল অবধি মোস্তাফিজ আইপিএলে খেলবেন মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বেশি ছুটি দেয়নি। এখন যে কয়টা ম্যাচে তিনি খেলতে পারেন। সম্ভাব্য ৪ ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে। 

 

Link copied!