আইসিসির অ্যালিট প্যানেলের আম্পায়ার

বাংলাদেশে প্রথম সৈকত

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৮, ২০২৪, ০৭:২৩ পিএম

বাংলাদেশে প্রথম সৈকত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে শরফুদৌল্লা ইবনে শহিদ সৈকত।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে,আইসিসি  জেনালেল ম্যানেজার(ক্রিকেট) ওয়াসিম খান , সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার , নিউজিল্যান্ডের অবসরপপ্রাপ্ত আম্পায়ার  টনি হিল এবং বিশেষজ্ঞ  পরামর্শক  মাইক রিলির  সমন্বয়ে গঠিত প্যানেল সৈকতকে এলিট প্যানেলে অন্তর্ভুক্ত করে।  এর আগে এমিরেটস  আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন  সৈকত।
২০০৬ সাল থেকে  ইন্টারন্যাশনাল  প্যানেলের সদস্য সৈকত ২০১০ সালের জানুয়ারিতে মিরপুরে বাংলাদেশ- শ্রীলংকার মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে  প্রথমবার আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। 
 

Link copied!