সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় করেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে মাত্র ১১৩ রানে অলআউট হয় হায়দরাবাদ। জবাবে ১০.৩ ওভারে জিতে নেয় কেকেআর।
চেন্নাইয়ে তৃতীয় আইপিএল শিরোপা জিতল শাহরাখ খানের দল। ২০১২ ও ২০১৪ সালে জয়ের পর দীর্ঘ অপেক্ষা ছিল। দশ বছর পর আবার শিরোপা কলকাতায় ফিরেছে।
টস জিতে ব্যাটিং নেয় হায়দরাবাদ। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল ও রানাদের সামনে দাঁড়াতে পারেনি কামিন্সের হায়দরাবাদ। ১৮.৩ ওভারে অলআউট তারা। সর্বোচ্চ ২৪ রান কামিন্সের। ১৯ রানে ৩ উইকেট রাসেলের। আর ১৪ রানে ২ উইকেট স্টার্কের।
জবাবে ব্যাট করতে নেমে পাত্তাই দেয়নি কলকাতা। নারিন ৬ রানে আউট হন। তবে রহমতউল্লাহ গুরবাজ ৩৯ ও ভেঙ্কটেশ আয়ার ৫২ রান করেছেন।