পাকিস্তানকে হারিয়ে শেষ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১১, ২০২৩, ১০:১৫ পিএম

পাকিস্তানকে হারিয়ে শেষ ইংল্যান্ডের

ইংল্যান্ডের পেসার ডেভিড উইলি অবসর নিলেন এ ম্যাচ খেলে ছবি : সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনে ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৯৩ রানে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শেষ করেছে। 

ব্যাট হাতে ৫ বলে ১৫ রান করেন ডেভিড উইলি। আর বোলিংয়ে ৫৬ রানে নেন ৩ উইকেট। এটা তার শেষ ওয়ানডে ম্যাচ। ম্যাচসেরাও হন এই বাঁ-হাতি পেসার। 

লর্ডসে ২০১৯ সালে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এবার তারা গ্রুপ পর্বে বিদায় নিল। এ বিশ্বকাপে ইংল্যান্ড ৯ ম্যাচের ৬টিতে হেরেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে।

এই জয়ে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ইংলিশরা। এতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হলো ইংল্যান্ডের। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যেই থাকলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে দলগুলো। এখন পর্যন্ত সাতটি দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া বাংলাদেশের ভাগ্য এখনও ঝুলে আছে। আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস কোন পয়েন্ট না পেলে, অষ্টম ও শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট আছে ডাচদের।

 

Link copied!