মিরপুরে জিতে সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৩, ০৩:১৯ পিএম

মিরপুরে জিতে সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড

গ্লেন ফিলিপস ও মিচেল সান্টনার ৭০ রানের জুটি উপহার দিয়ে নিউজিল্যান্ডকে ম্যাচ জেতান ছবি : ব্ল্যাকক্যাপস

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয়ী দলের নাম নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট ম্যাচটি চতুর্থ দিনে ৪ উইকেটে জিতেছে তারা। ২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সিলেটে প্রথম টেস্ট ম্যাচটি ১৫০ রানে জিতেছিল বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের জয়ের জন্য ১৩৭ রান টার্গেট ছিল। ৬ উইকেট হারিয়ে তারা জয় নিশ্চিত করে (১৩৯/৬)। ৬৯ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা। সপ্তম উইকেটে গ্লেন ফিলিপস ও মিচেল সান্টনার ৭০ রানে জুটি উপহার দেন। ফিলিপস ৪০ ও সান্টনার ৩৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেলের ৬ উইকেট শিকারে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ১৩৭ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড।  
জবাব দিতে নেমে মিরাজ-তাইজুল ও শরিফুলের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। টম লাথামকে ২৬, হেনরি নিকোলসকে ৩ ও ড্যারিল মিচেলকে ১৯ রানে আউট করেন মিরাজ।
কেন উইলিয়ামসনকে ১১ ও টম ব্লান্ডেলকে ২ রানে বিদায় করেন তাইজুল। ডেভন কনওয়েকে ২ রানে থামান শরিফুল। বাংলাদেশের মিরাজ ৩টি, তাইজুল ২টি ও শরিফুল ১টি উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১৮০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

Link copied!