হেরেই গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২০, ২০২৩, ১১:০৩ পিএম

হেরেই গেল পাকিস্তান

লেগ স্পিনার অ্যাডাম জাম্পা লড়াইয়ে ফেরান অস্ট্রেলিয়াকে ছবি : ইন্টারনেট

বেঙ্গালুরুতে বিশাল রানের পাহাড়। পাকিস্তানে জবাবে শুরুটা ভালই করেছিল। বিনা উইকেটে তারা ১৩৪ রানও তোলে। কিন্তু মিডল ও লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বোলাররা ঘুরে দাঁড়ায়। পাকিস্তানকে হারতে হলো ৬২ রানে। 

পাকিস্তান অলআউট ৪৫.৩ ওভারে ৩০৫ রানে অলআউট। অস্ট্রেলিয়া ৯ উইকেটে তুলেছিল ৩৬৭ রান। জয়ের সম্ভাবনা দেখিয়ে হেরেছে অজিরা।  একাই ১৬৩ রান করা ওয়ার্নার ম্যাচসেরা হন। 

ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক দারুণ ওপেনিং জুটি উপহার দেন। এই দুজনকে আউট করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান মার্কাস স্টয়নিস। 

শফিক ৬৪ ও ইমাম ৭০ রানে ফেরেন। বাবর আজম আবার হতাশ করেছেন । এবার ১৪ বলে ১৮ রান করে তিনি আউট। মোহাম্মদ রিজওয়ান (৪৬) ও সৌউদ শাকিল (৩০) আশা জাগালেও কাজ হয়নি কোনো। 

নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ইফতেখার, নেওয়াজ ও রিজওয়ানকে আউট করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান। 

অস্ট্রেলিয়ার এই জাম্পা  ৪ উইকেট নেন ৫৩ রানে। ২টি উইকেট প্যাট কামিন্সের।  

এই জয়ে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে সরিয়ে টেবিলে চতুর্থস্থানে উঠলো অস্ট্রেলিয়া। এই হারের পর ৪ খেলায় অস্ট্রেলিয়ার সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় পঞ্চমস্থানে নেমে গেল আগের ম্যাচে ভারতের কাছে হারা পাকিস্তান।  
প্রথমে ব্যাট করে ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ দলীয় রান। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। 

Link copied!