বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বৃষ্টি ভেস্তে দিলো টাইগারদের প্রস্তুতি

মুবিন আহমেদ

সেপ্টেম্বর ২১, ২০২৩, ১২:২৫ এএম

বৃষ্টি ভেস্তে দিলো টাইগারদের প্রস্তুতি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বুধবার দুপুর দুইটা থেকে মিরপুরে আনুষ্ঠানিক অনুশীলনের কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি করতে পারেনি টাইগাররা।

মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘কাজ করার তো কোনো সুযোগ নেই। যা চিন্তা-ভাবনা মানসিকতা দিয়ে করা লাগবে (খেলতে হবে)। মাইন্ড গেম খেলা। দেখি কতটুকু সফল হওয়া যায়। আমরা প্র্যাক্টিক্যালি কোনো কিছু করতে পারিনি। গত দুই দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজকে কতটুকু করতে পারব। অনুশীলন ছাড়াই হয়তো মূল ম্যাচ খেলতে হতে পারে। মানসিকভাবে ঠিক থাকতে হবে।’

নিজেদের মাঠে ২০১০ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডকে দুটি সিরিজে ধবল ধোলাই করেছে বাংলাদেশ। তবে এবারের সিরিজ বাংলাদেশের কাছে পরীক্ষা-নিরীক্ষারও।

জয়ের চেয়েও এই সিরিজের আরেকটা লক্ষ্য যেন কিছুটা ব্যক্তিগত অর্জনেরও। তবে অধিনায়ক লিটন সেটি মনে করেন না। এ প্রসঙ্গে লিটন আরও বললেন, ‘আমার কাছে মনে হয় না (শুধু ব্যক্তিগত অর্জনের)। আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি, আমার লক্ষ্য থাকবে প্রথমে ম্যাচ জেতা। স্বাভাবিক বিষয় ওদেরও (খেলোয়াড়দের) বাংলাদেশের হয়ে একই জিনিসই লক্ষ্য থাকবে। আপনি ১০০ করলেন, পাঁচ উইকেট পেলেন, দিন শেষে ম্যাচ না জিতলে ওই মূল্য থাকে না।’

সাংবাদিকদের এক প্রশ্নে স্পিনারদের ব্যাপারে নিউজিল্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন বলেন, হোম কন্ডিশনে বাংলাদেশের স্পিন অ্যাটাক অনেক ভালো। ছেলেরা এখানে কয়েক বছর আগে খেলেছে, তারা এ সম্পর্কে ধারণা রাখে। এটা আমাদের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি।

প্রসঙ্গত, এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ফার্গুসনের অধিনায়কত্বের। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো এসে কিউই এই অধিনায়ক বলেন, ‘এখানে আসতে পেরে খুব  রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বাংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।’

‘বাংলাদেশের পেস বোলিংও ইদানিং অনেক ভালো। উইকেট যেমনই হোক তারা ভালো পেসার রাখে। নিউজিল্যান্ড সফরে তাসকিনের (আহমেদ) সাথে আমার কথা হয়েছে। গতি, পেস এসব দেশভেদে ভিন্ন হয়। তবে যেভাবে পেসাররা উঠে আসছে, বাংলাদেশের এমন পেস বোলিং ইউনিট দেখে ভালো লাগছে।’

আগামীকাল (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচ একই সময়ে হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর।

সিরিজটিকে সামনে রেখে ট্রফি উন্মোচনও করেন দুই অধিনায়ক।

নিউজিল্যান্ড স্কোয়াড : লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

Link copied!