ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৫:৩০ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম সুযোগেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করতে হলে হারাতে হবে রংপুর রাইডার্সকে। আর এই খেলাটি ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষে প্রথম সুযোগেই ফাইনালের টিকিট হাতে পেতে মরিয়া কুমিল্লাও। চারবার ট্রফি জিতে বিপিএলের ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নাম লিখিয়েছে কুমিল্লা।
সর্বশেষ সাত আসরের মধ্যে চারবার শিরোপার স্বাদ নেয় তারা এবং এমন দুর্দান্ত পরিসংখ্যানকে আরও মজবুত করার মিশন কুমিল্লার। বিপিএলের ফাইনালে কখনও হারেনি কুমিল্লা। রংপুরকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে কুমিল্লা। এ ম্যাচে হারলেও টুর্নামেন্ট থেকে বাদ পড়বেনা হেরে যাওয়া দলটি। ফাইনালে ওঠার জন্য আরও একবার সুযোগ হিসেবে, এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলটি।
এলিমিনেটরে বরিশাল ও চট্টগ্রামের টিকে থাকার লড়াই। যে দল হারবে তাদের বিদায় ঘটবে। আর যে দল জিতবে তারা কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে কোয়ালিফায়ার ২ খেলবে।