ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠক শেষে নিজেই এ বিষয়ে জানিয়েছেন তিনি।
পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিমের সাথে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দুদিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা।
পুরোপুরি ফিট না হওয়ায় এশিয়া কাপ খেলছেন না তামিম। তবে বিশ্বকাপে খেলতে আশাবাদী বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। তামিমের অধিনায়কত্ব না করা দলের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন পাপন। ৪-৫ দিনের মধ্যে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।