কলকাতায় শনিবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস

বাংলাদেশকে জিততেই হবে

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৩, ০৬:৩৩ পিএম

বাংলাদেশকে জিততেই হবে

সংগৃহীত ছবি

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের সামনে এবার নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে পেসার তাসকিন আহমেদ কথা বলেছেন। তিনি আশা করেন, ম্যাচটিতে তারা ভাল করবে। 

বাংলাদেশের খারাপ সময় যাচ্ছে। তবে তাসকিন বলেছেন,‘ আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’ 

বিশ্বকাপে বাংলাদেশের আশা এখনও আছে মনে করেন তাসকিন। তিনি বলেন,‘ এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রানরেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন-ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। ’ 

ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচে হারের লজ্জা পায় বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের নীচের দিকে ছিটকে পড়ে টাইগাররা। অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামছে  টাইগাররা।

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত  ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের ৩৫ রানের জয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস। দশ দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

Link copied!