বিপিএলে তাসকিনের অন্য লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০২:২৭ পিএম

বিপিএলে তাসকিনের অন্য লক্ষ্য

মিরপুর একাডেমি মাঠে দুর্দান্ত ঢাকার অনুশীলনে তাসকিন আহমেদ ছবি : ফেসবুক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের  দশম আসরকে দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক ইভেন্টে ভেবেই খেলতে নামবে ক্রিকেটাররা।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং নতুন নামকরন হওয়া দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

তাসকিন আহমেদ ঢাকাকে নিয়ে বেশ আশাবাদি। টি টোয়েন্টি বিশ্বকাপের আসর নিয়ে তার লক্ষ্য রয়েছে। তাসকিন বলেন,‘ আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছে, মোসাদ্দেক আছে, আমিও আছি, আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়ত প্রাপ্যতা সাপেক্ষে অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে অনেক সময় সঠিক সময়ে পাওয়া যাবে না। যে দলটা আছে এটাই যদি গুছিয়ে, ইউনিটি নিয়ে খেলতে পারি অবশ্যই ভালো কিছু হবে।‍‍`

ভবিষ্যতে জাতীয় দলে নেতৃত্ব দেয়া নিয়ে তার বক্তব্য, ‍‍`জ্বী, অবশ্যই (বাংলাদেশ দলের অধিনায়ক হতে চাই)। কেন না, সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।‍‍`

 

Link copied!