সাকিবের সংসদে যাওয়া নিয়ে রহস্য!

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:৪১ এএম

সাকিবের সংসদে যাওয়া নিয়ে রহস্য!

ঢাকায় সোমবার নানা কাজে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। আল আমি কেমিক্যাল কারখানায় কাজে যান। সেখান থেকে সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাত করেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপেক্ষায় ছিলেন। 

সন্ধ্যা সোয়া ৬টায় সাকিব আসেন। ১৫ মিনিট পাপনের সঙ্গে কথা বলেন। এরপর বিসিবি প্রধানের সঙ্গে বের হয়ে সংসদের প্রধানমন্ত্রী লবির দিকে যান। তখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রবেশ করেননি। সাকিব অপেক্ষারত অবস্থায় নাজমুল হাসান পাপন অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তখন সাকিব একাই অপেক্ষা করছিলেন।  সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করেন বলে জানা গেছে। এর প্রায় ২০ মিনিট পরে সাকিব আল হাসান প্রধানমন্ত্রীর লবি থেকে বিদায় নেন বলে জানা যায়। তবে সাক্ষাতকালে কি বিষয়ে অলোচনা হয়েছে তা জানা যায়নি।

১৩ সেপ্টেম্বর সাকিব আবার কলম্বো ফিরে যাবেন বলে জানা গেছে। ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের ম্যাচ ভারতের বিপক্ষে। কেন সাকিব এ সময় সংসদে গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যেখানে বিসিবি প্রেসিডেন্টের টাচে থাকেন তিনি। আর প্রধানমন্ত্রীর সাথেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে। 

Link copied!