বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড গুঞ্জন সত্য করে চলে গেলেন দায়িত্ব শেষে। বিশ্বকাপের পরেই তিনি দায়িত্ব ছাড়বেন। সাকিব আল হাসান ম্যাথুসকে টাইমড আউট করেন। এটার সমালোচনা করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কাছে জবাবদিহি চেয়েছে। আর নানা কথা তিনি শুনেছেন যেটা তার কাছে অপমানজনক মনে হয়েছে। সেজন্য আর থাকতে পারলেন না।
ডোনাল্ড যাওয়ার আগে কষ্টের কথা বলে গেছেন। এ মাসেই তার সঙ্গে ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। ডোনাল্ড বলেন,‘ এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে। আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে।`
বাংলাদেশ নিয়ে বেশ গর্বিত ডোনাল্ড। তিনি বলেছেন,‘ এখানে বেশ ভালো একটি সময় আমি কাটিয়েছি। পেস বোলিং কোচ হিসেবে এই গ্রুপটির সাথে দারুণ একটি যাত্রা ছিল আমার। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি বেশ গর্বিত।