ভিডিও বার্তায় কী বলতে চান তামিম ইকবাল!

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:৪৩ এএম

ভিডিও বার্তায় কী বলতে চান তামিম ইকবাল!

তামিম ইকবাল।

বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি। 

নানা গুঞ্জনের মধ্যেই ফেসবুকে একটি পোস্ট করেছেন তামিম। তিনি লিখেছেন, “আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।    গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে। ”

শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ নিয়ে বিতর্ক তো বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবেই। তবে দল ঘোষণার আগে গতকাল থেকে যত নাটক হয়েছে আর যতশত গুঞ্জন শোনা গেছে, সেটাও বাংলাদেশের ক্রিকেটের অগোছালো রূপের কথাই বলে। স্পষ্ট করে বলে দলের ভেতরে ‘ইগো’র লড়াইয়ের কথাও।

Link copied!