আইপিএলে পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৪:২১ পিএম

আইপিএলে পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব

টিকার আগমনের ফলে করোনাকালের এ পর্যায়ে স্বস্তি এসেছে ক্রীড়াঙ্গনেও। নানান আসরও জমে উঠেছে। শুরু হচ্ছে আইপিএলও। সেই আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব আল হাসান। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে সাকিবের প্রথম দল ছিল এই কলকাতাই। টানা সাত মৌসুমের ছয়টিতেই তিনি খেলেছিলেন এই দলে। আইপিএলে সাকিব আল হাসান এখনও পর্যন্ত ৬৩ ম্যাচে ৭৪৬ রান করেছেন। সর্বোচ্চ ৬৬ রান। বল হাতেও নিজের কেরমতি দেখিয়েছেন বহু ম্যাচে।

Image

আইপিএলের নিলামে সাকিব প্রথম নাম লেখান ২০০৯ আসরে। সেবার কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তাকে। ২০১১ আসরের আগে তাকে ৪ লাখ ২৫ হাজার ডলারে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ আইপিএলের আগে কলকাতা তাকে ধরে রাখে ২ কোটি ৮০ লাখ রুপিতে। কলকাতার হয়ে ৭ মৌসুমে ৬ বার অংশ নেওয়ার পর ২০১৮ আইপিএলের আগে তাকে ২ কোটি রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

অবশ্য হায়দরাবাদের হয়ে খেলেন তিনি দুটি আসরে।

চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসের সর্বাধিক দামের রেকর্ড গড়েছেন তিনি। ১৬.২৫ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ কোটি রুপিতে মঈন আলীকে কিনল চেন্নাই। এছাড়া অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ ২.২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।

এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, এভিন লুইসের মতো তারকারা।

Link copied!