ঢাকা প্রিমিয়ার লিগে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান ব্যাট হাতে কোনো রান পাচ্ছেন না। এবার আলোচনায় এলেন বর্ণবাদ মূলক আচরণ করে। শেখ জামালে খেলা বলার ইলিয়াস সানিকে গালাগালি করার পর ইট ছুড়ে মারেন লিজেন্ড অব রূপগঞ্জ এর সাব্বির। তার বিরুদ্ধে সিসিডিএমের লিখিত অভিযোগ দিয়েছে শেখ জামাল কর্তৃপক্ষ। তবে সাব্বির রহমান ক্ষমা চাইবেন। এই ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
সিসিডিএমে দেওয়া চিঠিতে শেখ জামাল লিখে,‘লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে।
সাব্বির অফিসিয়াল কোনো চিঠি দেননি। তবে বেশ অনুতপ্ত ও ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন। আজকেই ক্ষমা চেয়ে বিবৃতি দিতে পারেন তিনি।