দুটি জাতীয় দল হচ্ছে না

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:২৯ এএম

দুটি জাতীয় দল হচ্ছে না

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  দুটি জাতীয় দলের কথা জানালেও এখন আর তা হচ্ছে না। খোদ সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন দুটি জাতীয় দলের৷ তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আপাতত হচ্ছে না দুটি জাতীয় দল। 

রোববার (১৯ সেপ্টেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিশ্বকাপের পরপরই পাকিস্তান আসবে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপরই কিন্তু দল নিউজিল্যান্ডে চলে যাবে। আগে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন আর হচ্ছে না। দুইটা দল করার কথা উঠেছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ সাংঘর্ষিক হওয়ায়। সেই জিনিসটা এখন আর হচ্ছে না তাই দুটি দলের চিন্তাধারাও করতে হচ্ছে না।'

১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এই সফরে বাংলাদেশ-পাকিস্তান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ডিসেম্বরে সিরিজ শেষ হলে নিউ জিল্যান্ডে সফর করবে বাংলাদেশ। কিউইদের দেশে কোয়ারেন্টাইন করার মতো সময় হাতে থাকায় দুটি দলের কথা ভাবতে হচ্চে না বিসিবিকে। আকরাম বলেন, 'আমরা চিন্তাধারা রেখেছি। অনেক খেলোয়াড় উঠে আসছে, ভালোও করছে। এই সুযোগ থাকলে ভালো। তবে এই পরিস্থিতিতে দুটি দল হচ্ছে না।'

এর আগে বিসিবি সভাপতি জোর দিয়েই বলেছিলেন দুটি জাতীয় দলের কথা। 'আমাদের দুটি জাতীয় দল একসঙ্গে খেলবে এমন সময় আসতে বেশি দেরি নেই বলে আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা আমাদের দেশে, শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ড সিরিজও আছে। সুতরাং হতেই পারে।'

Link copied!