দেশের ফিরেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ইতিহাস গড়া নারী দল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২১, ০১:৫৫ পিএম

দেশের ফিরেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ইতিহাস গড়া নারী দল

নারীদের বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতা বাতিলের কারণে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। তাই নিগার সুলতানার দল বাংলাদেশে ফিরেছে আজ বুধবার (১ ডিসেম্বর)।  দেশে ফিরেই পুরো দল চলে গেচগে  বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় পূর্বসতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারা মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বুধবার সকাল পৌনে ৯টায় দেশের মাটিতে পা রাখবেন সালমা-জাহানারারা। কিন্তু দারুণ সাফল্যের পরও উষ্ণ অভ্যর্থনা মিলছে না তাদের।

কারণ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে নারী দলকে। এমনকি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মতামত জানতে কোনো গণমাধ্যমকেও প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েতে মাঝপথে বন্ধ হওয়া বিশ্বকাপ বাছাই বাতিল ঘোষণায় র‌্যাঙ্কিং অনুযায়ী নিগার সুলতানার দলের সঙ্গে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়।

সূচি অনুযায়ী ২০২২ সালের ৪ মার্চে নিউ জিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল।

Link copied!