বাজে ভাষা ব্যবহারে তামিমের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২১, ০১:১৫ এএম

বাজে ভাষা ব্যবহারে তামিমের জরিমানা

সফরকারী শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ‘অনুপযোগী’ ভাষা ব্যবহার করা বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে জরিমানা করা হয়েছে। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। 

গতকাল তামিম ইকবালের দারুণ একটি ইনিংসের দরকার ছিল। কিন্তু হতাশাজনক একটি আউটে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। আর এটা নিয়ে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন তিনি। 

তামিম কেবল সেট হচ্ছিলেন উইকেটে। ২৯ বলে তখন তার রান ১৭। চামিরার বলে কট বিহাইন্ডের আবেদন হয়। পরে সেটা রিভিউয়ে আউট দেওয়া হয়। বাঁ-হাতি ওপেনার তামিম একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন। আম্পায়ারকে কি যেন বলেছেন যাওয়ার সময়। আর সজোরে ব্যাট প্যাডে মেরে রাগ প্রকাশ করেন।

ব্যাট পিচে আঘাত করে। একই সময় বল ক্রস করে ব্যাট। পিচে ব্যাট লাগার শব্দটি হয়তো রিভিউয়ে পেয়েছেন থার্ড আম্পায়ার। ম্যাচ শেষে তামিম বলেছেন,‘ খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।’

Link copied!