বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াই

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০৫:০৯ পিএম

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াই

 

সিজনের শুরুতে বাজে ফর্ম কাটিয়ে আস্তে আস্তে সেরা ফর্মে ফিরতে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে জয়ও তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। আর তাতেই টনক নড়েছে রিয়াল কোচ আনচেলত্তির।

ক্যাম্প ন্যু-তে আজ মুখোমুখি হবে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচের আগে বার্সেলোনাকে নিয়ে সতর্ক আনচেলত্তি। আনচেলত্তি বলেন, ‘সমস্যার মধ্যে থাকলেও বার্সেলোনা ঘুরে দাঁড়াচ্ছে। একটু একটু নিজেদের ফর্মে ফিরছে এবং উন্নতি করছে।’

আর্থিক সমস্যার কারণে লিওনেল মেসিকে দলে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। পাশাপাশি একই কারণে দল ছাড়তে বাধ্য হয়েছেন গ্রিজম্যান। দুই তারকার বিদায়ে কিছুটা পিছিয়ে পড়লেও তরুণ স্প্যানিশ তারকা আনসু ফাতি এবং পেদ্রির কল্যাণে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে বার্সেলোনা। 

তবে রিয়ালের আত্মবিশ্বাসেও যে কমতি নেই সেটাও জানালেন রিয়াল বস। আনচেলত্তি বলেন, ‘দলগুলো আগের কয়েক ম্যাচে কি করেছে, সেটা এ ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হলো মাঠের খেলা। সব ম্যাচই এমন।‘

Link copied!