বার্সেলোনার জয়ে স্বস্তি ফিরেছে

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ১২:৫৫ পিএম

বার্সেলোনার জয়ে স্বস্তি ফিরেছে

স্পেনের লা লিগায় দারুণ জয়ে স্বস্তি ফিরেছে কাতালান ক্যাম্পে। রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে তারা। বর্তমানে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান বার্সেলোনার। 

চলতি মৌসুমটা ভাল যাচ্ছে না তাদের। লিওনেল মেসি চলে যাওয়ার পর ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি ক্লাবের। নতুন কোচ হয়ে এসেছে সাবেক ফুটবলার জাভি। তিনি চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে।

এই মৌসুমে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট বার্সেলোনার। ৬টি জয় ও ৫টি ড্র রয়েছে। আর হার রয়েছে ৩টিতে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। 

বিরতির পর গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ প্রান্ত থেকে জর্দি আলবার ভলিতে ডিপাইয়ের প্লেসিং গোলকিপারের শরীরে লেগে অন্য প্রান্তে ডি ইয়ং পেয়ে যান। 

ম্যাচের ৭৬ মিনিটে গোলে করে সমতায় ফেরে ভিয়ারিয়াল। আরনট ডানজুমার ভলি পাস থেকে স্যামু চুকুয়েজে গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

শেষ দিকে এসে বার্সেলোনা আবার জ্বলে ওঠে। ৮৮ মিনিটে মেমফিস দিপাই গোলকিপারকে কাটিয়ে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে কোনাকোনি নিখুঁত শটে জাল কাঁপান।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনা তৃতীয় গোল পায়। স্পট কিক থেকে কৌতিনহো দেখে শুনে গোলকিপারকে পরাস্ত করেন।

Link copied!