ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন না তামিম

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১, ২০২২, ০৬:০১ পিএম

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে থাকছেন না তামিম

ইনজুরিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, কুঁচকির চোটে ভুগছেন তামিম। তার চোট সারতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ তো বটেই, প্রথম টেস্টেও অনিশ্চিত থাকছেন এই ওপেনার।

তাসিকনের সমস্যা পিঠে। তার অবস্থা এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। এই চোট নিয়ে তাকে খেলানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। অন্তত প্রথম ওয়ানডেতে তাসকিনের খেলার সম্ভাবনা নেই।

তামিমের আগেই চোটে পড়েছেন ওয়ানডে সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ। পিঠের পুরোনো চোট ফিরে আসায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলা হচ্ছে না তাঁর। পুরো সিরিজে খেলা নিয়েও শঙ্কা আছে। তাসকিনের পরিবর্তে  বাংলাদেশ ‘এ’ দল থেকে ডেকে আনা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আজ ঢাকা এসে পৌঁছাবে ভারত দল। মিরপুরে প্রথম ওয়ানডে হবে ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর মিরপুরে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে শেষ হবে সিরিজ।

Link copied!