মুমিনুল ও শান্ত ফিরলেও, শক্ত অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ০৬:২৪ পিএম

মুমিনুল ও শান্ত ফিরলেও,  শক্ত অবস্থানে বাংলাদেশ

ক্যান্ডিতে অনন্য অর্জন মুমিনুল হকের। বাংলাদেশের এই ব্যাটসম্যান ১১তম টেস্ট সেঞ্চুরি করেছেন। বিদেশের মাটিতে যেটা প্রথম। এর আগের ১০টি সেঞ্চুরিই বাংলাদেশের মাটিতে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরিয়ান তিনি। এদিকে নাজমুল হোসেন শান্তও দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে আউট হয়েছেন (১৬৩)। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ২১৯ রান মুশফিকুর রহিমের। সেটা ছাঁড়িয়ে যাওয়ার হাতছানি ছিল। সেটা হলো না। লাঞ্চের পর ১৬৩ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি। আর মুমিনুল হক আউট হয়েছেন ১২৭ রানে।  এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ৪ উইকেটে ৪২৪ রান তুলেছে। 

বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নেমেছে। গতকাল প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০২ রানে দিন শেষ করেছিল। লাঞ্চে বাংলাদেশ সেই ২ উইকেটে ৩৭৮ রান তুলেছিল। শান্ত ১৫৫ ও মুমিনুল হক ১০৭ রানে অপরাজিত ছিল তখন। মুমিনুল ও নাজমুলের তৃতীয় উইকেটে ২২৬ রানের জুটি চলে আসে সেসময়। লাঞ্চের পর জুটি ভেঙে যায়। ২৪২ রানে থামে তৃতীয় উইকেট জুটি (শান্ত-মুমিনুল)। তৃতীয় উইকেটে এটা বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। 

বাংলাদেশের হয়ে মুশফিকের ২১৯ রানের ইনিংসটি দেশের মাটিতে। মিরপুরে ২০১৮ সালে তিনি এই কৃতিত্ব দেখান। তবে বিদেশে সর্বোচ্চ ২১৭ রান করেছেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে সেটা ২০১৭ সালে। শান্তর সুযোগ ছিল। অবশ্য পারলেন না তিনি। 

Link copied!