মেসিদের সামনে এখন ইকুয়েডর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২১, ০৫:০০ এএম

মেসিদের সামনে এখন ইকুয়েডর

ইকুয়েডরকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে আর্জেন্টিনা। পূর্বের রেকর্ডও ভাল। আর্জেন্টিনা ফেভারিট এই ম্যাচে। আগামীকাল (রবিবার সকাল ৭টা) কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি। এই আসরে ৩ গোলের পাশাপাশি তার ৪ অ্যাসিস্ট। ইকুয়েডরের কঠিন পরীক্ষা নেবেন তিনি। 

‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই শেষ আটে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের অবস্থান ছিল ‘বি’ গ্রুপের চতুর্থ অবস্থানে। কয়েকজন খেলোয়াড় ব্রাজিল বিশ্রামে দিয়েছিল। ফলে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার মাধ্যমে শেষ আটের আসন খুঁজে পায় ইকুয়েডর। 

এ কোপায় আর্জেন্টিনা অন্যতম ফেভারিট। মেসি এ আসরে বেশ অভিজ্ঞ। ৩টি কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন। ক্যারিয়ারে ২০১৪ বিশ্বকাপের ফাইনালও খেলেছেন। নক আউট পর্ব এলে একটি আতঙ্কের নাম টাইব্রেকার। ৯০ মিনিটের খেলায় ফল না এলে টাইব্রেকে যাবে খেলা। শুধু ফাইনালে ৯০ মিনিটে ফল সমান হলে অতিরিক্ত ৩০ মিনিটে খেলা যাবে। তারপরও না হলে টাইব্রেক। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ৯০ মিনিটের পর টাইব্রেকার। 

ইকুয়েডরের সঙ্গে আর্জেন্টিনার রেকর্ড ভালো। ৩৬টি ম্যাচ আর্জেন্টিনা ও ইকুয়েডর খেলেছে। এর মধ্যে ২১টিতে জয় আর্জেন্টিনার। ইকুয়েডর জিতেছে মাত্র ৫টিতে। গত বছর আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায়। জয়সূচক গোলটি করেছিলেন লিওনেল মেসি।   

 

Link copied!