যে প্রশ্ন আর কখনো শুনতে চান না তামিম

ক্রীড়া প্রতিবেদক

মে ২১, ২০২১, ০৯:১৭ পিএম

যে প্রশ্ন আর কখনো শুনতে চান না তামিম

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কথা বলেছেন তামিম ইকবাল। দ্য রিপোর্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

শান্তকে দল থেকে বাদ দেওয়া...

তামিম: না আমার কাছে মনে হয় না। সে ৮-৯টা ওয়ানডে খেলেছে, দুর্ভাগ্যবশত যে পারফরম্যান্স তার কাছ থেকে আশা করেছি তা পাইনি। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি ,টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরাও মনে করি যে শান্ত আমাদের ভবিষ্যত। একটা সিরিজে দলে না থাকায় সব শেষ হয়ে যায়নি। অধিনায়ক হিসেবে আমি মনে করি শান্তর দলকে দেয়ার এখনও অনেক কিছু আছে। হয়ত এখন এই ফরম্যাট থেকে তার একটু বিশ্রাম দরকার। এরপর ঘরোয়া ক্রিকেটে রান করুক এবং আবার দলে শক্ত ভাবে ফিরে আসুক। এটা শুধু এ সিরিজ থেকে বাদ পরাতেই আমরা তার প্রতি ধৈর্য্য দেখাইনি বা সে আমাদের পরিকল্পনায় নেই এমন কিছু না। 

মুশফিকের কিপিং নিয়ে কী ভাবনা? 

তামিম: ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহুর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুধু না পুরো সিরিজেই কিপিং করবে। ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।

উইকেট কেমন দেখেছেন? 

তামিম: আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে কেমন উইকেট চাই তার পরিষ্কার বার্তা দিয়েছি। আশাকরি আমরা যেমন চাই তেমন উইকেটই পাব। এর চেয়ে বেশি কিছু এখানে বলা জরুরি মনে করছি না। কারণ শ্রীলঙ্কাও এসব ব্যাপারে নজর রাখবে। কিন্তু এটা ঠিক যে খুব বেশি পরিবর্তনীয় কিছু হবে না।

আপনার ব্যাটিং অ্যাপ্রোচ...

তামিম: অ্যাপ্রোচ নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামে না, প্রশ্ন আসছে। আমি গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলছি সামনেও সেভাবেই খেলতে থাকব। আর এটা নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করার।

বোলারদের কাছ থেকে প্রত্যাশা...

তামিম: প্রত্যাশা তো সবসময় বেশিই থাকবে। কারণ বোলাররা ভাল করুক এটাই চাই। বোলিং অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ অনেক সময় দেখা যায় খুব ভাল ব্যাটিং করেও বোলিং বাজে হয়ে ম্যাচ হারতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভাল ব্যাটিং না করেও ভালো বোলিংয়ের কারণে ম্যাচ জিতে যাচ্ছি। তাই বোলিং খুবই গুরুত্বপূর্ণ। ভাগ্যবশত গত সিরিজে যে দুজন ছিল না সাকিব-মোস্তাফিজ এবার ফিরেছে, তাসকিন অসাধারণ বল করছে, মিরাজ ওয়ানডে র‌্যাংকিংয়ে ৫ এ আছে। আশা করি সবাই এ সিরিজে ভাল করবে। কারণ আমরা সবাই জানি ঘরের মাঠে এ সিরিজটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তাই শুধু বোলিং না, আমাদের সব বিভাগেই ভাল করতে হবে। 

সাকিবের পজিশন। তার প্রতি প্রত্যাশা.. 

তামিম: সাকিব তিন নম্বরে ব্যাট করবে। প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে। তবে মনে রাখতে হবে, সাকিব বিশ্বকাপে যা করেছে, সেটা ব্যতিক্রমী। আমি তো চাইব, প্রতি ম্যাচেই অমন হোক, সেও চাইবে। তবে এটা তো প্রতি ম্যাচে সম্ভব না। একটা ছেলে ৮-৯ ম্যাচে ৬০০ রান করে ফেলেছে, এটা তো আসলে সচরাচর দেখি না। ...টেনশনের ব্যাপার নাই। আমি নিশ্চিত সে ভাল করবে। এক নাম্বার, সে এখানে ভাল করেছে। সে সেটি চালিয়ে যাবে। তবে এটাও মনে রাখতে হবে যে, যদি শুধু বিশ্বকাপের কথা চিন্তা করে দেখেন যে ওই ৬০০টা রান, এভাবে করে ক্রিকেট খেলাটা একটু কঠিন। যদি এভাবে না হয়, তাহলে প্যানিক করার কিছু নেই, আমি নিশ্চিতভাবেই প্যানিক করব না।

Link copied!