রিয়ালের জয়, বার্সেলোনার ড্র

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ০৮:০৪ পিএম

রিয়ালের জয়, বার্সেলোনার ড্র

 

রায়ো ভায়েকানোকে হারিয়ে লিগের শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রায়ো ভায়েকানো কিছু বুঝে ওঠার আগেই ১৪ মিনিটে টনি ক্রুসের গোলে লিড নেয় মাদ্রিদিস্তারা।

ম্যাচের দ্বিতীয় গোল আসে ৩৮ মিনিটে। এবারো স্কোর যায় স্বাগতিকদের পক্ষে। আলাবার অ্যাসিস্টে দারুণ এক গোল করেন করিম বেনজেমা। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। ফিরে এসে মনোযোগী হয় রক্ষণে। অন্যদিকে, আক্রমণ চালিয়ে যায় ভায়েকানো। কিন্তু রিয়ালের রক্ষণদুর্গ কিছুতেই ভাঙতে পারছিলোনা তারা।

অবশেষে ৭৬ মিনিটে গিয়ে ব্যবধান কমায় তারা। অতিথিদের হয়ে গোল করেন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও।

ম্যাচে এরপর বলার মত তেমন কোন সুযোগই তৈরি করতে পারেনি লস ব্লাঙ্কোরা। উল্টো রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে দেখা যায় তাদের। ফলে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যানচেলত্তির দল।

এগিয়ে থেকেও জিততে পারল না বার্সেলোনা। শনিবার লা লিগায় সেলতা ভিগোর বিরুদ্ধে ৩-৩ ড্র করল কাতালন ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচে পাঁচ মিনিটেই গোলের মুখ খোলেন আনসু ফাতি (১-০)। এরপর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্গিও বুস্কেতস (২-০)। ৩৪ মিনিটে তৃতীয় গোলটি মেম্ফিস ডিপের। তবে দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক করে সেলতা ভিগো। ৫২ মিনিটে তাদের লড়াইয়ে ফেরান আসপাস (৩-১)। এরপর ৭৪ মিনিটে ব্যবধান কমান নলিটো (৩-২)। আর ম্যাচের শেষ লগ্নে সেলতা ভিগোর সমতাসূচক গোলটিও আসপাসের (৩-৩)। 

Link copied!