অভিনয় ছেড়ে সাংবাদিকতায় আসছেন দীঘি?

বিনোদন ডেস্ক

আগস্ট ১৬, ২০২২, ১০:২৫ পিএম

অভিনয় ছেড়ে সাংবাদিকতায় আসছেন দীঘি?

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি উচ্চমাধ্যমিক শেষ করে স্নাতকে ভর্তি হয়েছেন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে স্নাতকে পড়বেন এই নায়িকা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্যটি জানিয়েছেন দীঘি নিজেই।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাঙ্খীরা এ নায়িকাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির ব্যাপারে বিস্তারিত জানতে যোগাযোগ করলে দীঘি বলেন, আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সবমিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য বেস্ট হবে।

এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন এই চিত্রনায়িকা। এদিকে, নায়িকার খাতায় নাম লেখানোর পর ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির। এছাড়া চরকিতে মুক্তি পায় তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। ফিল্মটিতে দারুণ অভিনয় করে দর্শকের কাছ থেকে কুড়িয়েছেন প্রশংসাও।

Link copied!